নব্বইয়ের ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির আজ ১ম মৃত্যু বার্ষিকী
আজ আমাদের সকলের প্রিয় মনি ভাই এর চলে যাওয়ায় দিন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন বিরল চরিত্রের নেতা পাওয়া খুব মুস্কিল।
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম নেতা,ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক মেধাবী ছাত্রনেতা,ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডিএল এর প্রতিষ্ঠাতা সভাপতি অলি আহাদ এর নেতৃত্বে গঠিত
ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি (৬৮)বছর বয়সে ২০২৩ সালের ১৩ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ তার ১ম মৃত্যু বার্ষিকী।
সাইফুদ্দিন আহমেদ মনির দাফন হয়েছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মহেশপুরে তাদের গ্রামে।
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি।তিনি ব্যাক্তি জীবনে অবিবাহিত ছিলেন। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন। কর্মী বান্ধব নেতা ছিলেন তিনি। সব রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মীদের সাথে তার হৃদয়ের সর্ম্পক ছিল। খুব সাধারণ জীবন যাপন করতেন। রাজনীতির বাইরে কোন চিন্তা করেননি কোনদিন। অসাধারণ রাজনৈতিক ছড়া ও শ্লোগান লিখেছেন। তার রাজনৈতিক বন্ধুদের কাছ থেকে যে সমস্ত আর্থিক সহযোগিতা নিতেন। তার বেশির ভাগ অর্থ খুঁজে খুঁজে রাজপথের পরিক্ষিত কর্মীদের দিতেন।তিনি রাজনৈতিক বিভিন্ন লেখকদের বই কিনে রাজনীতিবিদ ও সহযোদ্ধাদের উপহার দিতেন।খুব সরল মনের মানবিক মানুষ ছিলেন তিনি। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী নিরবে চলে গেলো।তার অনেক কাছের মানুষ ছিল। রাজনৈতিক দল দিল,জোট ছিল। কেউ তার,মৃত্যু বার্ষিকী নিয়ে একটি কথাও লিখেননি।এভাবে একজন রাজনৈতিক কর্মীপ্রিয় নেতার ১ বছরের মধ্যে যদি ভুলে যায় তাহলে আমাদের কেউ মনে রাখবেন না বলে আমি বিশ্বাস করি। বিগত স্বৈরশাসক হাসিনা পতন আন্দোলনেও তার সাহসী ভূমিকা ছিল।
মনি ভাই এর ১ম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দান করুন।
মো.মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান,
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি