প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সন্মানিত সভাপতি, প্রখ্যাত সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন (৭৮) রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এর সভাপতি এইচ.এম.বিল্লাল হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোঃ আল মামুন। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ,বাংলাদেশ সচেতন যুব সমাজ,বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ শোনা প্রকাশ করেছেন।
এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি দৈনিক ইনকিলাব সহ অনেক গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকায় সফলতার সাথে সাংবাদিকতা করেছেন। একজন সফল বাবা ছিলেন তিনি।
তিনি অত্যান্ত ভালো ও গুনী মানুষ ছিলেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জান্নাতুল ফেরদৌস নসিব হোক, আমিন।
আগামীকাল (১৫ অক্টোবর) বাদ জোহর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও তাঁর নিজ বাসভবনের (মুগদা মায়াকানন, ঝিলপাড়) সামনে জানাজা অনুষ্ঠিত হবে।
সকল ধর্মপ্রাণ মুসলমানদের নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।