প্রেস বিজ্ঞপ্তি:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বিএনপি’র একটি সহযোগী সাংস্কৃতিক সংগঠন, যা মরহুম আবুল হাশেম রানা সাহেবের উদ্যোগে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠনটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে জিয়া পরিবারের দর্শন ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে কাজ করে আসছে।
সম্প্রতি, জিসাসের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে জিসাস ও এর নেতৃত্ব সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য প্রচার করে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য বিনষ্টের চেষ্টা চালিয়ে আসছিলেন। দেশে ও বিদেশে জিসাসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে এই বিষয়ে সতর্ক করে জানানো হচ্ছে যে, জিসাসের নাম ব্যবহার করে কোনো ভুয়া কাউন্সিল আয়োজন করা হচ্ছে।
সংগঠনটির গঠনতন্ত্রের ভিত্তিতে, জিসাসের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বা বিভ্রান্তিকর কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি নাহিদ গুলনার ইভা নির্দেশনা দিয়েছেন, বহিষ্কৃত হেলাল উদ্দিন হেলালের সঙ্গে কোনো সাংগঠনিক বিষয়ে যোগাযোগ না রাখার জন্য। জিসাসের নেতৃত্বের ঐক্য বজায় রাখতে এবং সাংগঠনিক শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।