স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তি উপলক্ষে পঞ্চগড়ে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করে ফুলকুঁড়ির পঞ্চগড় শাখা।
ফুলকুঁড়ির চৌকস বন্ধু আব্দুল্লাহ আল সাবিতের সঞ্চালনায় সত্যভাষণ ও শাখা পরিচালক রাদিয়াত ইসলামের উদ্বোধনী কথার মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়।
ইসলামী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় শিশু দক্ষতা উন্নয়ন সম্পাদক আফনান সাদিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাইন্ড ম্যরাথন, সংগীত, অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা প্রতিযোগিতা ও ফুলকুঁড়ি গেমস হতে সর্বমোট ৬৬ টি পুরস্কার প্রদান করা হয়। পঞ্চগড়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা এই আয়োজনে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ফুলকুঁড়ি আসর। এরপর থেকে শিশুদের মেধা ও মনন বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে এই সংগঠণটি।