স্টাফ রিপোর্টার : ইকবাল বাহার
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে “কৃষক সমাবেশ” সফল করার লক্ষ্যে পঞ্চগড় জেলা কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল সারে ৪টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক দলকে ঢেলে সাজানোর জন্য ৩মাস ব্যাপী ইউনিয়নে ইউনিয়নে কৃষক সমাবেশ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এটিকে আমরা স্বাগত জানাই। আপনারা খুবই গুরুত্ব সহকারে এ সমাবেশ গুলো করবেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ইউনিয়ন এর কৃষক সমাবেশ সবচেয়ে ভালো হবে তাদের ক্রেস্ট এবং নগদ অর্থদেওয়া হবে।
প্রস্তুতি সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইনসান আলম আক্কাস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক, জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, এ্যাডভোকেট আদম সুফি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আব্দুল বারী প্রমূখ।
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব, শাহজাহান সিরাজ।