পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে মো.বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে পঞ্চগড়-ঢাকা রেললাইনের সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া এলাকায় ঘটে। নিহত বাচ্চু সদর উপজেলার মাগুরা প্রধান পাড়ার খাদেমুল ইসলামের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. লতিফুল ইসলাম বলেন, বাড়ির অদূরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মানসিক ভারসাম্যহীন মো.বাচ্চু। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস মাগুরা প্রধানপাড়ার বড় ব্রীজ এলাকায় পৌঁছালে বাচ্চু, ট্রেনটি আটকানোর চেষ্টায় রেললাইনের মাঝে দাড়িয়ে যায়। এতে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, ৮-১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বাচ্চু। কিছুদিন ভালও ছিল, আবার গত তিন মাস ধরে বেশি অসুস্থ। এলাকাবাসী তার চিকিৎসার জন্য টাকাও তুলেছিলেন।
দিনাজপুর রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
/বাহার/