পঞ্চগড় প্রতিনিধি :
সৈয়দ সুলতান মাহমুদ। পঞ্চগড়ের এই তরুন লেখালেখির সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন থেকেই। তবে এবারই প্রথম তার লেখা প্রকাশ হচ্ছে বই আকারে। ইতোমধ্যে ‘সিয়াম সাধনা ও তাকওয়ার শিক্ষা’ নামে লেখা তার বইটির মোড়ক উন্মোচনও হয়েছে।
বুধবার বিকেলে পঞ্চগড় জেলা ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এতে লেখকসহ অংশ নেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ, সমাজ সেবক কামরুল হাসান প্রধান প্রমূখ।
‘সিয়াম সাধনা ও তাকওয়ার শিক্ষা’- বই পাওয়া যাবে পঞ্চগড়ের বিভিন্ন লাইব্রেরিতে। সরাসরি লেখকের কাছ থেকেও সংগ্রহ করা যাবে। বই লেখন নিজেই প্রকাশ করেছেন। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আরিফ উজ্জামান।
লেখক সৈয়দ সুলতান মাহমুদ বলেন, এই পুস্তকটি আমার প্রথম একটি সংকলন। সামনে রমজান মাস আসছে, বইটিতে রোযার উদ্দেশ্য ও গুরুত্বসহ করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি ইসলামের খেদমতের কাজ মনে করে এই ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। বইটি সহজ ও সাবলিল ভাষায় লেখা হয়েছে যেন সকলে বইটির মাধ্যমে উপকৃত হতে পারে।
সৈয়দ সুলতান মাহমুদ একাধারে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিব। তিনি রাজনৈতিক সংগঠণ ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এছাড়া বিভিন্ন অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত আছেন। তিনি পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসা থেকে তাফসীরর বিভাগে কামিল পাশ করেছেন।