ষ্টাফ রিপোর্টার:
আজ অমর একুশে বইমেলায় বিশ্ববাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড.এম মোস্তাকুল হক এর দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
একুশে বইমেলার মোড়ক মঞ্চে বিশিষ্ট সংগঠক, কেখক,কবি ও গবেষক ড.এম মোস্তাকুল হক এর “আন্তর্জাতিক বঙ্গ-নির্ঘোষ” এবং “স্ফূর্ত পাখিঃমুগ্ধ কলধ্বনি ” ছোট কবিতার বইয়ের মোড়ক উন্মোচিত করেন সাবেক সচিব কবি অর্নব আশিক, পীরজাদা শহীদুল হারুন, কবি ড. সৈয়দ নূরুল হুদা রনো,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, আবৃত্তি শিল্পী সেতু ইসলাম,কবি শেখ মোস্তাফিজুর রহমান,কবি শঙ্কর দত্ত সহ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ইংরেজি ভাষায় পিএইচডি গবেষক ড.এম মোস্তাকুল হক সরকারের সাবেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও বাংলা ভাষার প্রতি তাঁর প্রেম ও ভালোবাসা অপরিসীম। তিনি বহু দেশ ভ্রমণ করেছেন কিন্তু তাঁর অভিজ্ঞতা বাংলা সাহিত্যের মধ্য প্রকাশ করেছেন। তার নতুন বইয়ের ছোট কবিতা বাংলা সাহিত্যের নতুন মাত্রা যোগ করেছে।