পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার (১৮ মার্চ) দুপুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার ৭০ জন কৃষক কৃষাণিকে চালকুমড়া, শশা, বেগুন, টমেটো, বাঁধাকপি
সহ বিভিন্ন জাতের বীজ, ভার্মি কম্পোস্ট জৈব, ডিএপি, ইউরিয়াসার, ফাঁদ, বালাই নাশক তাবীজপট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার মো.কামাল হোসেন সরকার, অতিরিক্ত কৃষি অফিসার মো.আসাদুন্নবী, ৩ নং সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমূখ।