1. admin@daniksomoyerpotrika.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তর আমরা ভুলতে পারিনা : মির্জা ফখরুল পঞ্চগড়ে অবৈধ বালুসহ নৌকা জব্দ করলেন এসিল্যান্ড মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন ”স্বপ্নছোঁয়া” এর শ্রদ্ধা পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশী তরুনিকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার, নিন্দা জানালেন মা-বাবা পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০০ কেজি ভারতীয় আলু জব্দ পঞ্চগড়ে সারজিসের পক্ষ থেকে শীতবস্ত্র পেল ২ হাজার শীতার্ত নজরুল ইসলাম মোল্লা সংগ্রাম ও আত্মত্যাগের এক অবিচ্ছেদ্য নেতৃত্বের উদাহরণ: এইচ এম রাজু আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতিগ্রস্ত সংস্থার ম্যানেজার পঞ্চগড়ের শ্রেষ্ঠ জয়িতা পঞ্চগড়ে দুই কারারক্ষীর অবৈধ সম্পর্কে নারী কারারক্ষী সাময়িক বরখাস্ত

এক বছরের শিশুটিকে বাঁচাতে পরিবারের আকুতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি 

দরিদ্র পরিবারের এক বছর বয়সী শিশু মো. লাবীব। এ বয়সেই জটিল রোগ বাসা বেঁধেছে তার শরীরে। জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। তাই শিশুটিকে বাঁচাতে চিকিৎসা সহায়তার আকুতি জানিয়েছে পরিবার।

লাবীবের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে। তার বাবা আইনুল ইসলাম পেশায় ভ্যান চালক। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই কোনোমতে সংসার চলে তার।

লাবীবের হার্টে দুইটি ছিদ্র। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করা না হলে শিশুটির বাঁচার সম্ভাবনা খুবই কম। অপারেশন করতে প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু লাবীবের হতদরিদ্র বাবা যেখানে সংসার চালাতেই প্রতিনিয়ত হিমশিম খান সেখানে এত টাকা জোগাড় করবেন কিভাবে? এই অবস্থায় চোখে অন্ধকার দেখছে পরিবারটি।

শিশুটির বাবা আইনুল ইসলাম বলেন, জন্মগতভাবেই ছেলেটি অসুস্থ। একবছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে আমার সব শেষ। এখন সহায় সম্বল বলতে তিন শতকের ভিটে মাটি আর রোজগারের ভ্যানটিই আছে।

তিনি আরও বলেন, গত তিন মাস আগে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়েছিলাম ছেলেকে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তারিকুল ইসলাম দেখেছিলেন। তিনি অপারেশন করাতে হবে বলেছেন। এজন্য বিএসএমএমইউ-এ নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু অর্থাভাবে এখনো নিতে পারতেছি না।

লাবীবের দাদা আমিরুল ইসলাম বলেন, নাতির চিকিৎসার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে যা পাচ্ছি তা দিয়ে কোনোমতে চিকিৎসা চালিয়ে নিচ্ছি। কিন্তু অপারেশন করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। একটি এনজিওতে ঋণের আবেদন করেছি, তারা ৫০ হাজার টাকা দিতে চাইছে। কিন্তু এ টাকা দিয়ে তো আর অপারেশন হবে না।

তিনি নাতিকে বাঁচাতে বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। অনেক কষ্টে সংসার চলে। শিশুটির অপারেশন করতে প্রচুর টাকার প্রয়োজন, তাই সকলেই কিছু করে অর্থ দিয়ে সাহায্য করলে তাদের জন্য সহজ হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো।শিশু লাবীবের অপারেশনের জন্য কথা বলে সহযোগিতা করতে পারেন যে কেউ- ০১৭৯২৯৫১৯১৩ (নগদ)।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা, প্রচ্ছদ, ছবি, ভিডিও, কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি। © স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক সময়ের পত্রিকা।
Theme Customized By Arman IT